ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়ালে এসে নেইমার ব্যালন ডি’অর জিতবে ॥ পেরেজ

প্রকাশিত: ১৭:৫৪, ৯ ডিসেম্বর ২০১৭

রিয়ালে এসে নেইমার ব্যালন ডি’অর জিতবে ॥ পেরেজ

অনলাইন ডেস্ক ॥ এবারের ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার দ্য সিলভা। মেসি ও নেইমারকে পেছনে ফেলে বৃহস্পতিবার রাতে ব্যালন ডি’অর জিতে নেন রোনালদো। পুরস্কারের মঞ্চে রোনালদো জানিয়েছেন নেইমার খুবই মেধাবী ফুটবলার। ভবিষ্যতে এই পুরস্কার তার হাতেও উঠবে। আজ শনিবার রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন রিয়ালে এসে নেইমার ব্যালন ডি’অর জিতবে। নেইমারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে পেরেজ বলেন, ‘রিয়ালে এসেই সে ব্যালন ডি’অর জিতবে। মাদ্রিদের হয়ে খেললে ব্যালন ডি’অর জেতাটা সহজ হয়ে যায়। রিয়াল এমনই একটি ক্লাব যেখানে একজন বড় তারকার প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হয়। এটা অবশ্য সবাই জানে যে নেইমারকে দলে নিতে আমি আগ্রহ প্রকাশ করেছি। তার এখন এমন একজন ফুটবলারের সংস্পর্শে থাকা উচিত যে মজা করেই একর পর এক গোলের রেকর্ড ভেঙে দেয়। যে প্রতি বছরই ট্রফি ও নানারকম পুরস্কার জিতে নেয়। আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজনের সংস্পর্শে থাকা উচিত নেইমারের।’ তিনি আরো বলেন, ‘রোনালদো আলফ্রেডো ডি স্টেফানোর উত্তরাধিকারী। তার মতো একজন খেলোয়াড় থাকাটা আমাদের জন্য সম্মানের, গৌরবের। সে ফুটবলের মধ্যেই বাঁচে। সে সর্বকালের সেরা হতে চায়। কেবল তার মেধা দিয়ে নয়, শ্রম দিয়েও করতে চায়। রোনালদো একজন রোল মডেল।’ পেরেজের এই কথার মধ্য দিয়ে নেইমারকে রিয়াল মাদ্রিদে ভেড়ানোর গুঞ্জন আরো জোরালো হল। তথ্যসূত্র : মার্কা
×