ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় পলো বাহিনীর ৪৩ সদস্য আটক

প্রকাশিত: ০২:০২, ৭ ডিসেম্বর ২০১৭

নেত্রকোনায় পলো বাহিনীর ৪৩ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ব্যক্তি মালিকানাধীন ও ইজারা দেওয়া বিলে জোরপূর্বক পলো দিয়ে মাছ শিকারের অভিযোগে পলো বাহিনীর ৪৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ এদের আটক করে। নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, কিছুদিন ধরে পলো বাহিনীর সদস্যরা জোর করে ব্যক্তি মালিকানাধীন ও ইজারা বন্দোবস্ত দেয়া বিভিন্ন জলাশয়ে পলো দিয়ে জোর করে মাছ শিকার করে আসছিল। এরা কিছুক্ষণের মধ্যেই একেকটি বিলের সব মাছ সাবার করে ফেলে। এ নিয়ে ইতিমধ্যে থানায় দু’টি মামলা হয়েছে। কিন্তু অনেক বাধা নিষেধ দিয়েও পলো বাহিনীকে দমন করা যাচ্ছিল না। বৃহস্পতিবারও তারা মাইকিং করে জড়ো হয়ে বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রাম সংলগ্ন পুটিজানা বিলে জোরপূর্বক শিকার ধরে। সেখান থেকে ফেরার পথে দুপুরে চল্লিশা এলাকা থেকে ৪৩ জনকে আটক করা হয়।
×