ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদে রোবট স্টেশন করবে চীন

প্রকাশিত: ১৯:২৬, ৭ ডিসেম্বর ২০১৭

চাঁদে রোবট স্টেশন করবে চীন

অনলাইন ডেস্ক ॥ জটিল পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য চাঁদে রোবট স্টেশন করার ঘোষণা দিয়েছে চীন। সাংহাইয়ে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে গবেষকরা এ ঘোষণা দেয়। গ্লোবাল টাইমস। ওই স্টেশনের মাধ্যমে চাঁদের পাথর পৃথিবীতে আনা হবে বলে জানিয়েছেন পিকিং ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক জিয়াও ওয়েক্সিন। তিনি আরও বলেন, ওই পাথর গবেষণা করে নতুন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। চীনের মহাকাশ বিজ্ঞানীরা স্থায়ীভাবে মহাকাশ স্টেশন স্থাপনের যে চেষ্টা চালাচ্ছেন, ওই রোবট স্টেশন সেই পরিকল্পনার অংশ। গবেষকরা জানান, তিন ধাপ পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে চীন অত্যাধুনিক রকেট পাঠাবে চাঁদে। এছাড়া ২০১৮ সালের মধ্যে চেঞ্জ-৪ নামে একটি মহাকাশযান চাঁদের অন্ধকার পাশ পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে। তিন ধাপের পরিকল্পনার অংশ হিসেবে চেঞ্জ-৫ নামেও আরেকটি যান চাঁদে পাঠানো হবে। এর মাধ্যমে চাঁদের পাথর সংগ্রহ করে পৃথিবীতে আনার ব্যবস্থা করা হবে।
×