ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থাকবে কানাডা ॥ ম্যারি ক্লদ বিবেয়্যু

প্রকাশিত: ০২:০৮, ২৩ নভেম্বর ২০১৭

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থাকবে কানাডা ॥ ম্যারি ক্লদ বিবেয়্যু

সংসদ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন বাংলাদেশে সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ম্যারি ক্লদ বিবেয়্যু। বৃহস্পতিবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠককালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্পীকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনেয়ট প্রিফন্টেইন উপস্থিত ছিলেন। বৈঠকে তাঁরা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি), রোহিঙ্গা ইস্যু, টেকসই উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় ম্যারি ক্লদ বলেন, মিয়ানমার কর্তৃক বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে- যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের ক্ষেত্রে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৫ দফা বাস্তবায়নে কানাডা বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরো বলেন, বঞ্চিত রোহিঙ্গা নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে কানাডা সরকার ২৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। যা তাদের মানবিক অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা দরিদ্র থেকে দরিদ্রতম জনগোষ্ঠি। তাদের মানবিক সাহায্যে এগিয়ে আসায় তিনি কানাডা সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে চলেছে। বাংলাদেশ ধারাবাহিকভাবে শতকরা ৭ দশমিক ২ ভাগ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে- যা টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। স্পীকার কমনওয়েলথের অন্যতম শক্তিশালী সদস্য রাষ্ট্র কানাডার একটি সংসদীয় প্রতিনিধিদল ৬৩তম সিপিসিতে সক্রিয় অংশগ্রহণ করায় কানাডা সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় ম্যারি ক্লদ স্পীকারকে আন্তরিক অভিনন্দন জানান কানাডার মন্ত্রী।
×