ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল চার্জ করবে চশমা

প্রকাশিত: ০৫:৫৫, ২১ নভেম্বর ২০১৭

মোবাইল চার্জ করবে চশমা

রোদ চশমা (সান গ্লাস) এখন আর শুধু রোদ থেকে আপনার চোখকে বাঁচাবে না, সৌরশক্তি সংরক্ষণও করবে, যার সাহায্যে পরে মোবাইলও রিচার্জ করা যাবে। এমনই এক আশ্চর্য রোদ চশমা তৈরি করেছেন এক ভারতীয়। এই খবরটি জানার সঙ্গে সঙ্গে রোদ চশমা প্রস্তুকারী সংস্থা রে-ব্যান ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। সায়ালি কালুস্কার নামে ওই রোদ চশমার আবিষ্কারক সান ফ্রান্সিসকোর মিয়ামি এ্যাড স্কুলে কাজ করেন। কালুস্কারের এই বিশেষ রোদ চশমায় সৌরশক্তি সংরক্ষণের জন্য বসানো থাকছে একটি সোলার প্যানেল। সেই সোলার প্যানেল মারফত পরে যে কোন স্মার্টফোনে চার্জ দেয়া যাবে। মোবাইল ফোনে চার্জ দেয়ার জন্য রোদ চশমার ফ্রেম খোলার ব্যবস্থাও রয়েছে। -সিএনএন
×