ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে জামায়াতের ৫ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০০:২৯, ২০ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে জামায়াতের ৫ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর শহর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশানসহ ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার উদ্দেশ্য জামাতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ। দলীয় সূত্র জানায়, গ্রেফতার করা হয় আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারী আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য ও সাবেক সহসভাপতি আবুল কাশেমসহ ৫ নেতাকে। থানা পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্য ঘটনার সময় জামাতের নেতারা গোপন বৈঠক করছিল-এ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ৫ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় রাস্তা ও গাছ কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ব্যাপক নাশকতা চালানোর একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিল। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
×