ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামীলীগ প্রতিদন্ধিতামূলক নির্বাচন চায় ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০০:০২, ২০ নভেম্বর ২০১৭

আওয়ামীলীগ প্রতিদন্ধিতামূলক নির্বাচন চায় ॥ সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করুক এটা সরকার আন্তরিক ভাবে কামনা করে। ফাঁকা মাঠে গোল দিতে আওয়ামীলীগ চায়না। আওয়ামীলীগ প্রতিদন্ধিতামূলক নির্বাচন চায়। বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা আদালতে বিচারধীন, এখনও রায় হয়নি, বিএনপি নেতারা কিভাবে বুঝলেন যে বেগম জিয়ার কারাদন্ড হচ্ছে। কারাদন্ড হলে বিএনপি নির্বাচনে অংশ নেবেনা। কেন বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ে বিভ্রন্তি সৃষ্টি করছেন। মামলাটি নিম্ন আদালতে রয়েছে। কারাদন্ড হলেও হাইর্কোট সুপ্রিমর্কোটে যাওয়ার সুযোগ রয়েছে। সোমবার বিকালে ফেনী মহিপালে নির্মানাধীন দেশের প্রথম সিক্সলেইন ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী এ সব কথা বলেন। মন্ত্রী বলেন বিএনপি মহাসচীবের সাথে সৌজন্য মুলক দেখা ও আলাপ হয়েছে। কোন রাজনৈতিক আলাপ হয়নি। যাওয়ার সময়ও বিমান বন্দরে অপেক্ষা করেছিলাম, দেখা হয়নি। ফেরার পথে দেখা হয়েছে , তিনি পরবর্তী ফ্লাইটে ঢাকা ফিরেছেন। মন্ত্রী ফ্লাইওভার প্রসঙ্গে বলেন নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে এখন ফিনিশিং এর কাজ চলছে। ১৮১ কোটি টাকা ব্যয়ের এই ফ্লাই ওভারের নির্মান কাজ শেষ হচ্ছে। বিজয়ের মাসে ১৬ ডিসেম্বরের আগে কাজ শেষ হয়ে যাবে। ডিসেম্বরের শেষ সাপ্তাহের কোন একদিন প্রধান মন্ত্রী সময় দিলে এ ফ্লই ওভার উদ্ভোধন হবে। নির্ধারিত সময়ের ৬ মাস আগে সেনাবাহীনি এই কাজটি শেষ করতে যাচ্ছে। প্রধান মন্ত্রি ফেনী এসে এর উদ্ভোধন করবেন বলে আশা করা হচ্ছে। না হয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ভোধন করা হবে। এসময় উপস্থি ছিলেন ৩৪ ইসিবি ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল মজিদ, ফেনী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ফেনী পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ সরকারের উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ।
×