ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় হিরোইন সেবনের দায়ে সরকারি কর্মচারী আটক

প্রকাশিত: ০২:১২, ১৯ নভেম্বর ২০১৭

ভাঙ্গুড়ায় হিরোইন সেবনের দায়ে সরকারি কর্মচারী আটক

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ ভাঙ্গুড়ায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী কম্পাউন্ডার শরীফুল ইসলাম (৪০) কে হিরোইন সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত্রিকালীন টহলের সময় পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর সদরের ভদ্রপাড়া মহল্লায় তার নিজ বাসার সামনের গলি থেকে ১১ টার দিকে শরীফুলকে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে আরো ১ পুরিয়া হিরোইন ও সেবনের সামগ্রী উদ্ধার করে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, শরীফুল হিরোইন সেবন ও বিক্রির অপরাধে একাধিকবার জেল খেটেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন জানান, মাদক সেবনের দায়ে শরীফুল বর্তমানে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন।
×