ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে হিন্দু বাড়িতে হামলা ॥ তদন্ত প্রতিবেদন পেছাল আরও ৭ দিন

প্রকাশিত: ২৩:২৭, ১৯ নভেম্বর ২০১৭

রংপুরে হিন্দু বাড়িতে হামলা ॥ তদন্ত প্রতিবেদন পেছাল আরও ৭ দিন

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরও সাত দিন সময় চেয়েছে। রোববার সকালে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এই সময়ের জন্য আবেদন করেন । অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আবু রাফা মো. আরিফ সাংবাদিকদের বলেন, প্রথম সাত দিনে তদন্ত শেষ করতে না পারায় সময় বাড়ানোর আবেদন করা হলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান তা মঞ্জুর করেন। রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে কয়েক হাজার মানুষের মিছিল থেকে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত, আরও ১৫ জন আহত হন। হামলার ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ। ঘটনার পরদিন জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও রংপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমানকে সেখানে সদস্য হিসেবে রাখা হয়। রোববার তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এ বিষয়ে জেলা প্রশাসক মো.ওয়াহিদুজ্জামান বলেন, “ঘটনাটি খুবই ¯পর্শকাতর, সুষ্ঠু তদন্তে কমিটিকে আরও সাত দিনের সময় দেওয়া হয়েছে।
×