ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরো ১০ দিন বন্ধ থাকবে লেকহেড স্কুল

প্রকাশিত: ১৯:৪২, ১৯ নভেম্বর ২০১৭

আরো ১০ দিন বন্ধ থাকবে লেকহেড স্কুল

স্টাফ রিপোর্টার॥ জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর গুলশান ও ধানমন্ডির লেকহেড গ্রামার স্কুলের দুটি শাখা আরো ১০ দিন বন্ধ থাকবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে সরকারকে লিভ টু আপিল করতে বলেছেন আপলি বিভাগ। আজ রাববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাবের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ওই স্কুল খুলে দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট গত বুধবার তা রবিবার পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত। বুধবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহানের সই করা চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।
×