ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ঢাকার কমিটি

প্রকাশিত: ০৩:৫০, ১৯ নভেম্বর ২০১৭

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ঢাকার কমিটি

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দে। বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক সংগঠক মোঃ সাবের শিকদার শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক এম. আলম লাবলু। বক্তব্য রাখেন প্রবীণ যাত্রাশিল্পী গাজী রাজ্জাক ও প্রদীপ চক্রবর্তী। বক্তারা সুষ্ঠু সুন্দর পরিবেশে সারাদেশে যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি প্রদানের জন্য জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন। সবশেষে প্রধান অতিথি মিলন কান্তি দে নবগঠিত ঢাকা মহানগর কমিটির ৭ উপদেষ্টা এবং সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মনোনীত ৪১ সদস্যের নাম ঘোষণা করেন। উপদেষ্টা- সিরাজুল ইসলাম পিন্টু, মোঃ মোবারক হোসেন, মোঃ আবু সাঈদ বাবু, মিজানুর রহমান, মোঃ শুকুর মাতব্বর, নজরুল ইসলাম মানিক, মোঃ নিজামুল হক মোল্লা। সভাপতি মোঃ সাবের শিকদার শামিম, কার্যকরী সভাপতি মোঃ তানসেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ ছাবেদ আলী, সহ-সভাপতি মোঃ ইকবাল ভা-ারী, গাজী রাজ্জাক, মোঃ নয়ন শেখ, সিরাত হেনা, সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, মোঃ দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম (বন্ধু ভাই), সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ সিরাজ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজা, দফতর সম্পাদক রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা আব্দুর রশিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হিরণ, মহিলা সম্পাদিকা সুমি দে, সহ-মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াছমিন বিউটি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদিকা কাজল আক্তার ও সুমি আক্তার। নির্বাহী সদস্য- নাসিরউদ্দিন, মৌসুমি আক্তার, শ্রাবনী আক্তার, তুষার আক্তার, মোঃ বাবু, নিখিল মাস্টার, লাবন্য, মোঃ আজাদ, পায়েল, লুপা, মোঃ সাগর, আনোয়ার হোসেন গুরু, আবুল কাশেম, আলী হোসেন (সোনাবন্ধু), মেরু, এম গিয়াসউদ্দিন (নানা ভাই)।
×