ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ওয়ার্ল্ড টয়লেট ডে’ উপলক্ষে

বিশেষ নাটক ‘বিবাহ বিড়ম্বনা’

প্রকাশিত: ০৩:৪৯, ১৯ নভেম্বর ২০১৭

বিশেষ নাটক ‘বিবাহ বিড়ম্বনা’

সংস্কৃতি ডেস্ক ॥ আশুতোষ সুজনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’ উপলক্ষে আজ রাত ৭-৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিবাহ বিড়ম্বনা’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান, উর্মিলা, ইরেশ যাকের, ফারজানা চুমকি, রিফাত চৌধুরী প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে পচা মানিককে এলাকার সবাই তাকে মি. ভাঙা টয়লেট বলে ডাকে। তার বাড়িতে ভাঙা একটা টয়লেট ছিল, যদিও তার টাকার অভাব ছিল না। প্রতিবেশীরা তাকে প্রায়ই বলতো ওই টয়লেটটা ঠিক করতে। যার কারণে তার বাড়িতে কেউ যেতে, খেতে চাইত না। একদিন সে তার বাড়ির টয়লেটটি ব্যবহারের সময় ভেঙে পরে যায় এবং এর পর থেকে শুরু হয় তাকে নিয়ে এলাকাবাসীর মজা করা। ফলে এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর থেকে এলাকাবাসী তাকে দেখলেই নাক-মুখ চেপে ধরে। এমতাবস্থায় তার ছেলে, মেয়ের বিয়ের কাজ শুরু হয়। বিয়েতে এক মেহমান এক বছরের টয়লেট পরিষ্কার রাখার উপকরণ গিফট দেন। এই গিফটকে কেন্দ্র করে এলাকায় চরম হাস্যরসের সূচনা হয়। এভাবে এগিয়ে চলে নাটকের কাহিনী।
×