ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গুণীজন সম্মাননা ও আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৩:৪৮, ১৯ নভেম্বর ২০১৭

রাজধানীতে গুণীজন সম্মাননা ও আবৃত্তি সন্ধ্যা

সংস্কৃতি ডেস্ক ॥ ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা’ স্লোগানে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড কাটাবন মোড়ের দীপনপুরে কথা কবিতা আবৃত্তি ও র‘দিয়া আইএনসির আয়োজনে কবিতার খোঁজে ২০১৭ সম্মাননা ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী ও কবি নাহিদা আশরাফী। অনুষ্ঠানে কবি প্রবাল কুমার দাস, বাপ্পি ভূষণ, মোহনা, জেমস আনজুস, মাহবুব রহমান,উজ্জ্বল বাইন, আশিক মিল্টন সরকার, আরিফ শামসুল, মাসুমা রুনা ও অনিকেত রাজেশের নির্বাচিত কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ড. শাহাদাত হোসেন নিপু, একেএম সামছুদ্দোহা, ফয়জুল্লাহ সাইদ, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, আবু নাসের মানিক, আহমেদ শিপলু, তামান্না সারোয়ার নীপা, সিদ্দিকুর রহমান পারভেজ, অম্লান দত্ত অভি, এনাম আজিজুল ইসলাম, কাজী বুশরা আহমেদ তিথি, মিসবাহিল মোকার রাবিন, মাহফুজা আকতার, পলি পারভীন, খালেদ হাসান মুন, খোশনূর তাবাসসুম, শেখ সাদী মারজান, আলমগীর ইসলাম শান্ত প্রমুখ।
×