ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১

প্রকাশিত: ০১:২৬, ১৮ নভেম্বর ২০১৭

রংপুরে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ ফেইসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দেয়ার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে রংপুর সদর উপজেলার মমিনপুর বাজার থেকে সিরাজুল ইসলাম নামের ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য। রংপুর কোতোয়ালি থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের কুরশা বলরামপুর গ্রাম থেকে জয়নাল ও মহেশপুর গ্রাম থেকে ফজলুল নামে দুই ইউপি সদস্যকে আটক করেছিল পুলিশ। রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার কয়েক হাজার মানুষের মিছিল থেকে ওই গ্রামের হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় ১৫ জন। পুলিশ জানায়, ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় এখন পর্যন্ত মূল সন্দেহভাজন ওলামা দলের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও রংপুর জেলার সভাপতি এনামুল হক মাজেদী, খলেয়া ইউনিয়নের বিএনপি নেতা মাসুদ রানা, রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমানসহ ইন্ধনদাতা ও অর্থের জোগানদাতাদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।
×