ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ১৮:২২, ১৭ নভেম্বর ২০১৭

সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় নিহত ২

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরের হাটের মুন্সীর মসজিদ এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের লাশ উদ্ধার করেন। আরও দুইজনকে আহত অবস্থায় পাঠানো হয় হাসপাতালে। নিহতদের মধ্যে একজনের নাম রোকেয়া বেগম, বয়স ৪৫ বছর। অন্যজন আনুমানিক ৩৫ বছর বয়সী একজন পুরুষ। সবুর (২৭) ও আশরাফ সিদ্দিক (৩০) নামে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটহাজরী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, “সেনাবাহিনীর কয়েকটি গাড়ি হাটহাজারীর চারিয়া ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এর মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দুটো অটোরিকশা খাদে পড়ে যায়।” এ দুর্ঘটনার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
×