ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে শামীম হত্যা মামলায় ফাঁসি ১

প্রকাশিত: ০২:৩৫, ১৬ নভেম্বর ২০১৭

টাঙ্গাইলে শামীম হত্যা মামলায় ফাঁসি ১

নিজস্ব সংবাদাদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে জুয়েল রানা (২৫) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এই রায় দেন। কালিহাতী উপজেলার আলীপুর গ্রামে জামাল হোসেনের ছেলে জুয়েল। এ মামলার অপর দুই আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত। মামলার বিবরণে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে বিগত ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রতিবেশি শামীমকে বাড়ি থেকে ঢেকে নেয় আসামীরা। তারা পুর্ব পরিকল্পনা অনুযায়ী শামীমকে শ্বাসরোধে হত্যা করে লাশ আলীপুর গ্রামের একটি কলার বাগানে মাটিচাপা দিয়ে রাখে। পুলিশ তিনদিন পর গত ১৫ ডিসেম্বর ওই কলা বাগান থেকে শামীমের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শামীমের মা শাহনাজ বেগম বাদি হয়ে ওই দিনই কালিহাতী থানায় জুয়েল রানা ও তার বন্ধু জাকির হোসেন এবং গিয়াস উদ্দিনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন স্বাক্ষগ্রহণ শেষে আদালত এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী জুয়েল রানা বর্তমানে টাঙ্গাইল জেলহাজতে রয়েছে।
×