ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বাল্যবিয়ে ও মাদক বিরোধী সাইকেল র‌্যালি

প্রকাশিত: ০০:২৭, ১৬ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় বাল্যবিয়ে ও মাদক বিরোধী সাইকেল র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ‘মাদক ও বাল্যবিয়েকে না বলুন’- স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নেত্রকোনা জেলা শহরে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় ইসলামপুর ইয়ুথ গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৯টায় শহরের ইসলামপুর এলাকায় চন্দ্রনাথ ডিগ্রী কলেজ মাঠে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনঃ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, উন্নয়ন কর্মকর্তা মৃনাল কান্তি চক্রবর্তী, নিলয় মটরস লিঃ এর বিভাগীয় প্রতিনিধি বিশ্বজিত ভট্টাচার্য, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার রেহেনা, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হেলিম, আব্দুল ওয়াহাব, শাহজাহান মিয়া ও শরীফ আহমেদ প্রমুখ।
×