ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত: ০২:৪১, ১৫ নভেম্বর ২০১৭

ভাঙ্গুড়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ ভাঙ্গুড়ায় দিনভর ঝড়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আজ বুধবার সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এমন বৃষ্টি আর হিমেল হাওয়ায় জনজীবনে লেগেছে হালকা শীতের ছোয়া। এমন পরিস্থিতিতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা মানুষ। ফলে দিনভর উপজেলা সদরের বাজার এলাকা ছিল প্রায় জনশূন্য। বুধবার ভোরে শুরু হওয়া সেই বৃষ্টির মাত্রা দুপুর ১২ টা থেকে খানিকটা বেড়ে বেলা ২টা পর্যন্ত ঝড়ে মাঝারী আকারে। পরে মেঘে ঢাকা আকাশে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ঝড়ে গুড়ি গুড়ি আকারে। এলাকাবাসী জানায়, এমন বৃষ্টিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। পৌর সদরের মেন্দা মহল্লার হেলাল খান বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারেনি অনেকে। আমার জরুরী প্রয়োজনে বৃষ্টিতে ভিজে উপজেলা পরিষদে এসে ঠান্ডায় কাবু হয়ে পড়ি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে আজ বুধবার সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, এমন বৃষ্টিপাতে ফসলের তেমন কোন ক্ষতি হবেনা। তবে দুই-তিন দিন অব্যাহত থাকলে শীতকালীন শাকসবজী ক্ষেতের কিছুটা ক্ষতি হতে পারে।
×