ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাটগ্রাম সীমান্তে গরু ব্যবসায়ি নিহত ১, আহত ১

প্রকাশিত: ০২:৪০, ১৫ নভেম্বর ২০১৭

পাটগ্রাম সীমান্তে গরু ব্যবসায়ি নিহত ১, আহত ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশী যুবক ফরিদ উদ্দিন (২২) নিহত হয়েছে। নিহত ফরিদ উদ্দিন ভারতীয় গরুর ব্যবসায়ী ছিলেন। অপর একজন আহত হয়েছে তার পরিচয় পাওয়া যায়নি। জানাগেছে, বুধবার ১৫ নবেম্বর রাত দেড়টার দিকে সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ২ নম্বর পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী মিলে কাঁটা তারের উপর দিয়ে গরু পার করতে থাকে। এসময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা দেখতে পায়। তারা এলাপাতারী কয়েক রাউন্ড গুলি করে। এই সময় এক রাউন্ড গুলি জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঠাকুরপাড়া উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে ফরিদ উদ্দিনের বুকে এসে লাগে। এতে সে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অপর একজন গুলিবিদ্ধ হয়ে গরুতর আহত হয়। আহতের পরিচয় পাওয়া যায়নি। তার গোপনে চিকিৎসা চলছে। পরে নিহতের লাশ টেনে হিচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় বুধবার সকালে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন তীব্রপ্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কুচবিহার দুপুর ১২টায় পতাকা বৈঠক করার প্রস্তাব দেয়। দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সাথে পতাকা বৈঠক হয়। এই ঘটনায় দূঃখ প্রকাশ করেছে বিএসএফ। লাশ ভারতে ময়নাতদন্ত করতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈঠকে বিজিবি উত্তর- পশ্চিম রিজিওনাল কমান্ডার মেজর জেনারেল সাইফুল ইসলাম ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান অংশ নিয়েছেন বলে জানাগেছে। মেজর মেদেহী হাসান ঘটনার সত্যতাস্বীকার করেছেন।
×