ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির পদত্যাগপত্র মন্ত্রণালয়ে

প্রকাশিত: ০৪:০২, ১৪ নভেম্বর ২০১৭

প্রধান বিচারপতির পদত্যাগপত্র মন্ত্রণালয়ে

অনলাইন রিপোর্টার ॥ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। এর আগে সকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন । সংশ্লিষ্ট কাগজপত্র আজই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। গত ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি এস কে সিনহা। ছুটি শেষে ৯ নবেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন তিনি। পরের দিন ১০ নবেম্বর পদত্যাগপত্রটি বঙ্গভবনে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব।
×