ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শহরে প্রবেশ পথে ময়লার দুগন্ধে পরিবেশ দুষিত

প্রকাশিত: ২০:১৭, ১৪ নভেম্বর ২০১৭

শহরে প্রবেশ পথে  ময়লার দুগন্ধে  পরিবেশ দুষিত

নিজস্ব সংবাদদাতা ফেনী ॥ ফেনী শহরের প্রবেশ মুখে ময়লার ভাগাড় তৈরী করে রাখায় পরিবেশ দূষণ সহ স্থানিয় জনগন ও পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। ফেনী শহরের পুরাতন কুমিল্লা সড়কের দেওয়ানগঞ্জ এলাকার পাশে সড়কের দু’পাশে ফেনী পৌর সভা গত ক’ বছর আগে থেকে ময়লা ফেলার স্থান নির্ধারণ করে ময়লা ফেলে আসছে। বর্তমানে এ স্থান দিয়ে পথচারী, যানবাহনে চলাচলকারী যাত্রীরা দুগন্ধে অতিষ্ট। দুগন্ধে আর পরিবেশষ দুষিত হওয়ায় রাস্তার দু’পাশের গাছপালা মরে গেছে। অবস্থা দেখে মনে হচ্ছে এসব বিষয়ে দেখার কেউ নেই। ময়লা আর্জনার স্তুপের গড়িয়ে পড়া পানিতে পথচারীরর দুভোগর পাশাপশি পুরাতন কুমিল্লা রোডের পাকা রাস্তার বিটুমিন সরে গিয়ে বড়বড় গর্ত হওয়ায় রাস্তায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক ওজনপথ বিভাগের সুত্র জানিয়েছে রাস্তা মেরামতের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অতিদ্রুততম সময়ে রাস্তা মেরামত করার কাজ শুরু হবে। তবে পৌর কতৃপক্ষ ময়লার স্তুপ সরানো বা দুগন্ধ ছড়ানো বন্ধ করতে কোন ব্যবস্থা নেয়ার পদক্ষেপ একনও গ্রহন করতে পারেনি। পৌরকতৃপক্ষ বলছে প্রকল্প সাহায্য পাওয়া গেলে রিসাইকেল প্লাট স্থাপন করা হবে তখন পরিবেশ দুষন সহ সকল সমস্যা সমাধান হবে। এলাকাবাসী দুগন্ধ ও পরিবেষ দুষনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্ধতন কৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন।
×