ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লৌজংয়ের হলদিয়া বাজারে চুরির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০২:৫৫, ১৩ নভেম্বর ২০১৭

লৌজংয়ের হলদিয়া বাজারে চুরির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘চোর ধরো বিচার করো, না হয় দোকান বন্ধ করো’ এ স্লোগান নিয়ে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১২ টায় লৌহজং উপজেলার হলদিয়া বাজারে বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন হলদিয়া বাজারের দোকানদাররা। হলদিয়া বাজারের প্রতিটি দোকান বন্ধ রেখে তারা নেমে পরে মানববন্ধনে। হলদিয়া বাজারের দোকানদার মো. আমজাদ হোসেনের দোকানে রবিবার দিবাগত রাতে চালের টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি হওয়ায় এ মানববন্ধন করেন তারা। দোকানদারসূত্রে জানা যায়, শুধু আমজাদ নয় এ বাজারের প্রায়ই দোকানে চুরি হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি বাজার কমিটি। দোকানদারদের দাবী তারা বাজার পাহারা দেওয়ার জন্য প্রতি মাসে টাকা দিচ্ছে কিন্তু তারা সঠিক সুবিধা পাচ্ছে না। তাছাড়া মাঝে মধ্যেই এ বাজারে এ রকম চুরি হয়ে থাকে। এমনকি নির্মাণাধীন বিক্রমপুর প্রেস ক্লাব ভবনের পানির মটরও কিছু দিন আগে চুরি হয় রাতের আধারে। পাহারাদার থাকলেও চুরি হওয়ায় দোকানীরা বিস্মিত হয়ে পড়েছে।
×