ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় একদিনে কুকুড়ের কামড়ে আটজন জখম

প্রকাশিত: ২৩:১২, ১৩ নভেম্বর ২০১৭

কলাপাড়ায় একদিনে কুকুড়ের কামড়ে আটজন জখম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় এক দিনে কুকুরের কামড়ে অন্তত ৮জন আহত হয়েছে। বাদ যায়নি গবাদি পশু। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। কলাপাড়া পৌরশহরের চিংগড়িয়া গ্রামের সরকারি রাজেন্দ্র প্রসাদ বিদ্যালয়ের সামনে এ ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কুকুড়ের কামড়ে আহতরা হচ্ছেন গাজী মো. রিয়াজ, নাজমুল ইসলাম, আঃ খালেক মোল্লা, নুরে আলম, আঃ লতিফ গাজী, জহিরুল ইসলাম। অপর দুই শিশুর নাম জানা যায়নি। আহতরা জানান, কবি নজরুল ইসলাম সড়ক মিনা বাড়ির সামনে, এতিমখানা চৌরাস্তা, এতিমখানা হাজী সালাম ভেন্ডারের বাসার সামনে, ফেরিঘাট রুচিতা হোটেলের সামনে, মহিলা কলেজ রোড, অগ্রনী ব্যাংকের সামনে, ফাতেমা মেডিকেল হলের সামনে, সুতাপট্টি, কলাপট্টি, ফায়ার সার্ভিসের সামনে, সবুজবাগ মাদ্রাসা রোড এলাকাসহ পৌর শহরের কয়েক জায়গায় কুকুরের উপদ্রবের কারণে রাতে বা সকালে চলাচল করা যায়না। তারা আরো জানান, পোষা কুকুর ছেড়ে পালার কারণে রাস্তায় চলাচলে সমস্যায় পড়তে হয়। স্কুলগামী শিশুরা এখন কুকুরের ভয়ে তটস্থ থাকছে। আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিজলী রানী জানান, বেওয়ারিশ কুকুরের আক্রমনে ৫নং ওয়ার্ডের ৫ জন জখম হয়েছে। কুকুরের আক্রমনে তার গবাদি পশু আহত হয়েছে। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, বর্তমানে কুকুর মারা আইনগত ভাবে নিষিদ্ধ। পশু হাসপাতালে যে কুকুরটি পাগল বা ক্ষিপ্ত সেই কুকুরটিকে ভ্যাকসিনের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি পোষা কুকুর মালিকদের কুকুর নিয়ন্ত্রণে রাখার তাগিদ দিয়েছেন।
×