ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দরের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের তিনগুন ক্ষতিপুরন দাবি

প্রকাশিত: ২২:০১, ১৩ নভেম্বর ২০১৭

পায়রা বন্দরের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের তিনগুন ক্ষতিপুরন দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পায়রা সমুদ্র বন্দরের জন্য অধিগ্রহনকৃত জমির তিন গুন ক্ষতিপুরন প্রদানের দাবিতে মানব বন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা। সোমবার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে লালুয়ার কয়েক হাজার মানুষ অংশ নেয়। মানব বন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ চান খান, ইউপি সদস্য মজিবুর রহমান, মোঃ আবু বক্কর মাওলানা, যুবদল নেতা সজল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ফোরকান প্যাদা, আব্দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গ বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, পায়রা বন্দরের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিনগুন টাকা দিতে হবে। এছাড়া যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পায়রা সমুদ্র বন্দরে চাকরি দেয়ার দাবি জানান। উল্লেখ্য পায়রা সমুদ্র বন্দরের জন্য লালুয়া ইউনিয়ন থেকে প্রায় সাত হাজার একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া শুরু করেছে পটুয়াখালী জেলার ভূমি অধিগ্রহণ বিভাগ।
×