ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবি প্রশাসনিক ভবন বোমায় উড়িয়ে দেয়ার হুমকি

প্রকাশিত: ০৪:৪০, ১১ নভেম্বর ২০১৭

জাবি প্রশাসনিক ভবন বোমায় উড়িয়ে দেয়ার হুমকি

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন টাইমবোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে লেখা এক চিঠিতে বুধবার এ হুমকি দেয়া হয়েছে। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। উড়ো চিঠিতে বলা হয়, ‘৫ থেকে ৯ নবেম্বরের মধ্যে প্রশাসনে রদবদল করা না হলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা দিয়ে উড়িয়ে দেয়া হবে।’ জিডির বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘৮ তারিখ সকালে চিঠিটা আমার হাতে আসে। চিঠিতে বলা আছে- আমাদের অজ্ঞাতেই নতুন ও বর্তমান প্রশাসনিক ভবনে টাইমবোমা ফিট করা হয়েছে। আমাদের প্রশাসনের কার্যক্রম তাদের সংগঠনের কাছে ভাল লাগছে না। তাই ৫-৯ নবেম্বরের মধ্যে প্রশাসনের রদবদল করা না হলে প্রশাসনিক ভবন টাইমবোমা দিয়ে উড়িয়ে দেয়া হবে। এই চিঠি পাওয়ার পর আমরা পুলিশকে জানিয়েছি। জিডিও করা হয়েছে। তবে আমরা ভীত নই। সামনে সিনেট ইলেকশন এখন অনেক কিছুই হতে থাকবে।’
×