ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেপুটি হয়েও খুশি এ্যান্ডারসন

প্রকাশিত: ০৪:১৩, ১১ নভেম্বর ২০১৭

ডেপুটি হয়েও খুশি এ্যান্ডারসন

স্পোর্টস রিপোর্টার ॥ জেমস এ্যান্ডারসন কেবল ইংল্যান্ড টেস্ট ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ উইকেটের মালিকই নন, আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা বোলারও। অথচ দীর্ঘ ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে একবারের জন্যও তার নাম উচ্চারিত হয়নি। মাঠের বাইরে বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আপাতত দলের বাইরে বেন স্টোকস। দরজায় কড়া নাড়া ঐতিহ্যের এ্যাশেজ সিরিজে তাই জো রুটের ডেপুটির দায়িত্ব পালন করবেন এ্যান্ডারসন। ক্রিকেটে সহ-অধিনায়ক বড় কোন পদ নয়, তবু দায়িত্বটা পেয়ে খুশি ৩৫ বছর বয়সী ল্যাঙ্কাশায়ার তারকা, ‘ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুশি। এটি অনেক বড় দায়িত্ব। দলের জন্য আরও বেশি দেয়ার চেষ্টা করব। নিজের অভিজ্ঞতাকে আরও ভালভাবে কাজে লাগাব।’ বলেন এ্যান্ডারসন। ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ শেষে স্থানীয় পানশালার বাইরে মারমারি বাধিয়ে এ্যাশেজ সিরিজে আপাতত নেই বড় তারকা ও নিয়মিত সহ-অধিনায়ক স্টোকস। ওই ঘটনায় এখনও পুলিশি তদন্ত চলছে। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতায় সফরকারী ইংল্যান্ডের সহ-অধিনায়কত্ব করবেন এ্যান্ডারসন। শুক্রবার রুটের ডেপুটি হিসেবে এ্যান্ডারসনের নাম নিশ্চিত করে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক এ্যালিস্টার কুক ও তারকা পেসার স্টুয়ার্ট ব্রড এই দায়িত্ব পাওয়ার দৌড়ে ছিলেন। তাদের পেছনে ফেলে এ্যান্ডারসন সেটি পেয়ে গেলেন। সহকারী হিসেবে প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন কিনা? গত সপ্তাতে সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটের মালিক বলেছিলেন, ‘অবশ্যই না। আমি না বলতে পারব না।’ কঠিন সফরে বাড়তি দায়িত্ব নেয়ার কথাই জানিয়েছেন এ্যান্ডারসন, ‘গত কয়েক বছরে দলে আমার ভূমিকাকে একজন নেতা হিসেবেই (বোলিংয়ে লিড বোঝাতে) দেখেছি। এখন তরুণ বোলাররা উঠে আসছে। আমি যতখানি সম্ভব তাদের সহায়তার চেষ্টা করেছি। আমি মনে করি জো (রুট) এমন কিছু ক্রিকেটার পেয়েছে যাদের ওপর আস্থা রাখা যায়, এটা গুরুত্বপূর্ণ।
×