ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মঙ্গলের টিকেট কেনার ধুম!

প্রকাশিত: ০৩:৫২, ১১ নভেম্বর ২০১৭

মঙ্গলের টিকেট কেনার ধুম!

আগামী বছরের ৫ মে নাসার ইনসাইট মঙ্গলে যাওয়ার জন্য যারা যেতে আগ্রহী তাদের টিকেট সংগ্রহ করতে বলা হয়েছে। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, যারা মঙ্গলে যেতে নাম লিখিয়েছে অনলাইনের মাধ্যমে তাদের বোর্ডিং পাস দেয়া হবে। এরই প্রেক্ষিতে বিভিন্ন দেশ নাম লেখাতে শুরু করেছে। তালিকায় প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন ও তৃতীয় ভারত। টাইমস অব ইন্ডিয়া প্রাগৈতিহাসিক হাঙ্গর! পর্তুগালের বিজ্ঞানীরা এ্যালজারভি উপকূলে বিরল ফ্রিলড প্রজাতির হাঙ্গর খুঁজে পেয়েছেন, যার বয়স ডাইনোসরের সমান। হাঙ্গরটি এক দশমিক পাঁচ মিটার (পাঁচ ফুট) লম্বা। সমুদ্রের সাত শ’ মিটার (দুই হাজার তিন শ’ ফুট) গভীরে হাঙ্গরটিকে পাওয়া যায়। হাঙ্গরটির সাপের মতো শরীর। আটলান্টিক মহাসাগর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের উপকূলে একে দেখা যায়। ফ্রিলড হাঙ্গরের তিন শ’টি দাঁত রয়েছে। এরা প্রাকৃতিক খাদ্যাভ্যাসের ওপর নির্ভরশীল।- বিবিসি
×