ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামিন পেলেন কাতালোনিয়ার স্পীকার

প্রকাশিত: ০৩:৫১, ১১ নভেম্বর ২০১৭

জামিন পেলেন কাতালোনিয়ার স্পীকার

স্পেনের সর্বোচ্চ আদালতের এক বিচারক দেশটির সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়া পার্লামেন্টের স্পীকারকে বৃহস্পতিবার জামিন দিয়েছেন। পাশাপাশি আরও চারজন আইন প্রণেতাকেও জামিন দেয়া হয়েছে। যদিও স্পীকার ও অপর চার আইন প্রণেতার বিরুদ্ধে স্বাধীনতার প্রশ্নে তাদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। খবর ইয়াহু নিউজ অনলাইনের। ২৭ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার পর স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালান পার্লামেন্ট ভেঙ্গে দেয় ও আঞ্চলিক প্রশাসনকে বরখাস্ত করে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের পর স্পেনের সুপ্রীমকোর্ট কাতালান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগের জবাব দেয়ার জন্য সমন জারি করা হয়। আদালতের সূত্র জানায়, কাতালান পার্লামেন্টের স্পীকার কারমি ফোরকাডেল স্পেনের রাজধানী মাদ্রিদের বাইরে অবস্থিত আলকালা মিকো কারাগারে বন্দী ছিলেন। এক লাখ ৫০ হাজার ইউরো মুচলেকায় তাকে জামিন দেয়া হয়েছে। অপর চার আইন প্রণেতাকে ২৫ হাজার ইউরো মুচলেকায় জামিন দেয়া হয়। তবে আরও এক আইন প্রণেতাকে বিনা জামানতে জামিন দেয়া হয়েছে। এর আগে সুপ্রীমকোর্টে ফোরকাডেল বলেন, ঘোষণাটির হয়তো কোন আইনী বাধ্যবাধকতা ছিল না। তবে স্পেনের প্রধানমন্ত্রীর পদক্ষেপও একটি অভ্যুত্থান। এটি গণতন্ত্রের বিরুদ্ধে হামলা। সুপ্রীমকোর্ট বৃহস্পতিবার কারাবন্দী কাতালান সরকারের সাবেক সদস্যদের প্রতি নমনীয়তা দেখিয়েছে। যেখানে হাইকোর্ট তাদের বিরুদ্ধে কঠোর রুল জারি করে কারাবন্দী করেছে।
×