ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে‘চে’র সাইকেল’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৩:৩৬, ১১ নভেম্বর ২০১৭

দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে‘চে’র সাইকেল’ মঞ্চস্থ

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘দিক থিয়েটারের সাত দিনব্যাপী’ দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭’-তে চের সাইকেল নাটকটি মঞ্চস্থ হয়েছে। ৭ নবেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ছাড়াও সিলেট শহর থেকে আগত নাট্যকর্মীদের অংশগ্রহণে বাড়তি আমেজ যুক্ত হয় নাট্যোৎসবে। ‘চে’র সাইকেল’ নাটকটির রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার মামুনুর রশিদ। নাটকে চে গুয়েভারার চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত জয়। অন্য চরিত্রে অভিনয় করেছেন মায়া বিশ্বাস, তনু দীপ, বিবেক রায়, ফারিস্তা, মোহনা, পিয়াস খান, বিকু, পাপ্পু, জাহিদ হাসান,অনিক। সাত দিনব্যাপী উৎসবের শেষ দিন ৮ নবেম্বর বুধবার সাম্য সবুর রচিত ‘মানুষ ব্যাপ্ত মানুষ’ নাটকের মঞ্চায়ন করা হয়। নাটক শেষে দিক থিয়েটারের আয়োজনে সংগঠনের পক্ষ থেকে সিলেটের ন্যাটাঙ্গনে ভূমিকা রাখা ছয় ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। অগ্রজ নাট্যব্যক্তিত্ব হিসেবে সিলেটের হেমচন্দ্র ভট্টাচার্যকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ নাট্যব্যক্তিত্ব হিসেবে নিজাম উদ্দিন লস্কর ময়না, অগ্রজ মঞ্চকর্মী হিসেবে সিলেটের রওশন আরা মুনির রুনা, সংগঠন হিসেবে সিলেটের রজতকান্তি গুপ্ত, নাট্যকার হিসেবে হবিগঞ্জের রোম মোদক, নিদের্শক হিসেবে মৌলভীবাজারের গোবিন্দ রায় সুমন ও লোকজ নাট্যধারায় সুনামগঞ্জের ঢপযাত্রাদল ‘জয় বাবা লোকনাথ নাট্য সংঘ’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিকের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসাইনের সঞ্চালনায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ও দিক থিয়েটারের উপদেষ্টা ড. ফারজানা সিদ্দিকা রনি, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, দিক থিয়েটারের উপদেষ্টা আল আমিন রাব্বি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী, সাবেক পরিচালক নিরঞ্জন দে, দিক থিয়েটারের আজীবন সদস্য মোতাহের হোসেন সোহেল প্রমুখ।
×