ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিবিবি পাওয়ারের ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৫:১২, ১০ নভেম্বর ২০১৭

জিবিবি পাওয়ারের ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২১ টাকা ০৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার অনুমোদিত মূলধন বাড়াবে কেয়া কসমেটিক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ১০০০ কোটি টাকা থেকে ১৫০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। কোম্পানিটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে মূলধন বাড়াতে পারবে। উল্লেখ্য, কেয়া কসমেটিকস ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×