ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিলামে আমান কটনের দর ১২ থেকে ৫৬ টাকা

প্রকাশিত: ০০:৪৩, ৭ নভেম্বর ২০১৭

নিলামে আমান কটনের দর ১২ থেকে ৫৬ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে আমান কটন ফাইবার্সের প্রতিটি শেয়ার ১২ টাকা থেকে সর্বোচ্চ ৫৬ টাকা দরে নিলাম হচ্ছে। নিলামে গত ২৪ ঘন্টায় ২৪ জন নিলাম অংশগ্রহণকারী এই দরে ১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৮০০টি শেয়ার ২৩ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৭০০ টাকায় কেনার জন্য নিলাম করেছেন। সোমবার বিকাল ৫টায় বিডিং শুরু হওয়ার ২৪ ঘন্টার মাথায় বা মঙ্গলবার বিকাল ৫টায় এ চিত্র দেখা গেছে। তবে এ নিলাম প্রক্রিয়া আগামি ৯ নবেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে। এসময় ১৫ টাকা দরে সবচেয়ে বেশি শেয়ার কেনার জন্য নিলাম করা হয়েছে। ৯ জন নিলামকারী ১৫ টাকা দরে ৫৯ লাখ ৯৯ হাজার ৪০০টি শেয়ার ৮ কোটি ৯৯ লাখ ৯১ হাজার টাকা দিয়ে কেনার জন্য নিলাম করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৫জন ২০ টাকা করে ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনার জন্য নিলাম করেছেন। সোমবার আমান কটনের প্রতিটি শেয়ারে বিডিং শুরু হয় ১৫ টাকা দিয়ে। শুরুতে একজন যোগ্য বিনিয়োগকারী প্রতিটি ১৫ টাকা দরে ৬ লাখ ৬৬ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য বিডিং করেন। এর আগে ১২ সেপ্টেম্বর বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৬১১তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। এক্ষেত্রে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারী বা বিডারদের জন্য আমান কটনের ৫০ কোটি টাকার শেয়ার বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৩০ কোটি টাকার শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করা হবে। ৫০ কোটি টাকার বিডিংয়ে কাট-অফ প্রাইস নির্ধারিত হবে। এরপরে কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ কমে আইপিওতে ৩০ কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। বিডিংয়ে অংশগ্রহণ করার লক্ষ্যে যোগ্য বিনিয়োগকারীদেরকে ৫ নবেম্বর থেকে ৯ নবেম্বর প্রত্যাশিত বিডিংয়ের ২০ শতাংশ ও ৫ হাজার টাকা ফি অগ্রিম জমা দিতে বলা হয়। দি সিটি ব্যাংকে হিসাব নাম- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও হিসাব নং-১১২১০৬৩৯৩৮০০১ তে এই টাকা জমা দেওয়া যাবে। সূত্র মতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। যার বড় অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারিজ ক্রয় করা হবে। এতে ব্যয় করা হবে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা। কোম্পানিটি (২০১৬-১৭) পর্যন্ত সময়ে অনিরীক্ষিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩. ৪৬ টাকা। যা এর আগের বছরে ছিল (নিরীক্ষিত ) ৩.৩৮ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ণসহ) ৩৯.১২ টাকায়। যা এর আগের বছরে ছিল ৩৫.৬৩ টাকা। কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে (অনিরীক্ষিত) কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ২৭ কোটি ৬৯ লাখ টাকা। যা এর আগের বছরে ছিল (নিরীক্ষিত)২৭ কোটি ৭ লাখ টাকা। আমান কটন ফাইবার্স লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যুর রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।
×