ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেন্ট্রাল ফার্মার সঙ্গে আলিফ গ্রুপের চুক্তি বাতিল

প্রকাশিত: ২৩:৫০, ৬ নভেম্বর ২০১৭

সেন্ট্রাল ফার্মার সঙ্গে আলিফ গ্রুপের চুক্তি বাতিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সাথে আলিফ গ্রুপের চুক্তি বাতিল করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ আলিফ গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী সেন্ট্রাল ফার্মার ৫ শীর্ষ পরিচালকের শেয়ার কেনার কথা ছিল আলিফ গ্রুপের। ব্লক মার্কেটের মাধ্যমে দুই কোম্পানি শেয়ার কেনাবেচা হওয়ার কথা ছিল। শেয়ার বেচা সম্পন্ন হলে সেন্ট্রাল ফার্মার পর্ষদে নতুন চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হবে। সেন্ট্রাল ফার্মার পর্ষদের ৫ উদ্যোক্তা ও পরিচালক হচ্ছেন - চেয়ারম্যান মোরশেদা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ, মো. রোকনুজ্জামান, নাসিমা আকতার এবং পারভেজ আহমেদ ভূঁইয়া। তাদের হাতে কোম্পানিটির মোট ৩০ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে। কিন্তু আলিফ গ্রুপের দীর্ঘ বিলম্বের কারণে উভয় পক্ষ পরস্পরের সাথে চুক্তি বাতিল করতে সম্মত হয় ।
×