ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ্যান্ড্রয়েডে ফেসবুকের বনফায়ার

প্রকাশিত: ১৯:১৮, ৬ নভেম্বর ২০১৭

অ্যান্ড্রয়েডে ফেসবুকের বনফায়ার

অনলাইন ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাও এখন থেকে ব্যবহার করতে পারবেন লাইভ গ্রুপ ভিডিও চ্যাটের জন্য নির্মিত ফেসবুকের অ্যাপ বনফায়ার। প্রথমে এ অ্যাপটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন কেবল আইওএস ব্যবহারকারীরা। সেটিও সবার জন্য উন্মুক্ত ছিল না। তবে নির্দিষ্ট কিছু অঞ্চলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এ অ্যাপ ব্যবহার করে ভিডিও চ্যাট করে তার স্ক্রিনশটও নেয়া যাবে ইন্স্টাগ্রামে শেয়ার করতে।
×