ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে খালেদা

প্রকাশিত: ১৮:৪৪, ৬ নভেম্বর ২০১৭

মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে খালেদা

অনলাইন রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। আজ সোমবার সকাল পৌনে ১১টায় গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন থমাস শ্যানন। তার সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও রয়েছেন। সূত্র বলছে, চলমান রাজনীতিক বিষয়াবলী, রোহিঙ্গা সংকট, একাদশ জাতীয় সংসদ নির্বাচনই হবে আলোচ্য সূচি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে রয়েছেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মেজবাহ উদ্দিন আহমদ প্রমুখ। এর আগে রবিবার দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান থমাস এ শ্যানন। সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেবেন বলে জানা গেছে।
×