ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে গৃহবধুর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:৩৮, ২৩ অক্টোবর ২০১৭

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে গৃহবধুর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ জীবনের নিরাপত্তাসহ ভাই নাদিমের জুলুম অত্যাচার ও নির্যাতনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ শহরের ব্রাম্মপল্লী এলাকার গৃহবধূ ইয়াসমিন ইসলাম রুপা। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াসমিন ইসলাম এই দাবি জানান। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, নাদিমের পক্ষ অবলম্বন করে জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় পরিচয়ে অপু ও রজব আলী গৃহবধূ ইয়াসমিনকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে এবং ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রশাসনের ওপর চাপ দিচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয় ইয়াসমিনের বাবা নুরুল ইসলাম হিরু মিয়া মারা যাওয়ার পর শহরের আসাদ মার্কেট, হক মার্কেটসহ বিভিন্ন বাসা বাড়ির ভাড়া তুলে বড় ভাই নাদিম ও ছোটবোন মুক্তি যৌথভাবে আত্বসাত করে আসছে। ভাড়ার টাকা চাইতে গেলে তারা ইয়াসমিনকে মারধর ও বাসা বাড়িতে হামলা ছাড়াও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। গত কয়েক দিন আগে নাদিমের কু পরামর্শে আরেক বড় ভাই আসাদ হোসেন দুটি স্ট্যাম্পে পৈতৃক সম্পত্তির বন্টননামা ও আমমোক্তার তৈরি করে ইয়াসমিনকে স্বাক্ষর করতে বলে। ইয়াসমিন এতে স্বাক্ষর না করায় জনপ্রশাসন মন্ত্রীর লোক পরিচয়ে অপু ও রজব আলীসহ বিভিন্ন অপরিচিত ব্যক্তি মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে ইয়াসমিন প্রতিবন্ধী পুত্র ও কলেজ পড়–য়া কন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানান হয়েছে। তবে এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি গ্রহন করেনি বলে ইয়াসমিনের অভিযোগ। সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তায় ইয়াসমিন ইসলাম প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
×