ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত- ৫

প্রকাশিত: ০২:৩৪, ২১ অক্টোবর ২০১৭

পাথরঘাটায় ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত- ৫

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় ঝড়-বৃষ্টিতে ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের অর্ধশতাধিক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঝড়-বৃষ্টির ব্যাপক গ্রভাব পড়ে। উপজেলার সদর ইউনিয়নের হাজিরখাল,চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া, মঠেরখাল কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি ও চৌমুহনী গ্রাম এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘর চাপা পড়ে হাজিরখাল গ্রামের তিন মহিলাসহ পাঁচজন আহাত হয়েছেন। আহতরা হলেন- হনুফা বেগম (৭০) রাবেয়া আক্তার (৫৫), ফাতিমা বেগম (৪৫), মিন্টু (৫২) ও জয়নাল (২৫)। এছাড়া সদর ইউনিয়নের জীনতলা ও গাববাড়িয়া এলাকার তিন কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে গেছে বলে স্থানীয় কৃষি অফিস জানায়।পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা।
×