ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুটিংয়ের সোনা জয়ী সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে ঢামেক বার্ন ইউনিটে

প্রকাশিত: ০১:২৬, ২১ অক্টোবর ২০১৭

শুটিংয়ের সোনা জয়ী সাদিয়া  অগ্নিদগ্ধ হয়ে ঢামেক বার্ন ইউনিটে

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের চুলায় আগুন দগ্ধ হয়ে জাতীয় দলের শুটার সাদিয়া সুলতানা এখন ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে মৃত্যু সঙ্গে লড়ছেন। সম্ভবনাময় এই শুটারের অগ্নিদগ্ধ নিয়ে শংকিত পুরো পরিবার। গত ১৫ অক্টোবর বিকেলে চট্রগ্রামের নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন শুটার সাদিয়া সুলতানা। চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে যায়। প্রথমে তাকে চট্রগ্রাম স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়। উল্লেখ্য, ২০১০ সালের এসএ গেমসের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে দেশকে এনে দিয়েছিলেন সোনা। সে বছরই কমনওয়েলথ শুটিংয়েও দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন। এর এর আগে সাদিয়া ২০১০ সালের এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রূপা জিতেছিলেন। ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশ গেমসের পর আড়ালে চলে যান সাদিয়া। অথচ সেই প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।
×