ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে কারাদন্ড

প্রকাশিত: ০২:২২, ২০ অক্টোবর ২০১৭

লৌহজংয়ে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জন জেলেকে ৭দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার অভিযানের সময় কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও লৌহজং উপজেলা ইউএনও মো. মনির হোসেন। ইউএনও মো. মনির হোসেন জানান, শুক্রবার সকাল ১১টা থেকে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলি করা হয় এবং জালগুলো আগুনে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। পরে শুক্রবার দুপুর দেড়টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৯ জেলেকে ৭ দিনের করে কারাদন্ড দেয়া হয়। উপজেলা প্রশাসন, উপজেলা থানা পুলিশ, উপজেলা মৎস্য বিভাগ, যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মোল্লা, মৎস্য সহকারী কর্মকর্তা মো. ইদ্রিস আলী তালুকদার, লৌহজং থানার এসআই মো. আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, এএসআই মমতাজ প্রমুখ।
×