ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ে ড্র করলেই বাংলাদেশ আটে

প্রকাশিত: ০১:০৪, ২০ অক্টোবর ২০১৭

জিম্বাবুয়ে ড্র করলেই বাংলাদেশ আটে

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে মুশফিকদের সামনে নেই আর কোনো টেস্ট। তারপরও বাংলাদেশ উঠে যেতে পারে টেস্ট র্যাঙ্কিংয়ের আট নম্বরে। যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করতে পারে বদলে যাওয়া জিম্বাবুয়ে। শনিবার শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্ট ম্যাচের সিরিজ। এই সিরিজ জিততে না পারলেই আট থেকে নয়ে নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ উঠবে আটে। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করছে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ। নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৭২। দশে থাকা জিম্বাবুয়ের এখন র্যাঙ্কিংয়ে কোনো পয়েন্ট নেই। সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ পাবে মাত্র ১ পয়েন্ট। ১-০তে জিতলে পয়েন্ট থেকে যাবে ৭৫। তবে সিরিজ ড্র হলেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭২। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে আটে উঠবে বাংলাদেশ।
×