ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় তিন টিভির সম্প্রচার বন্ধে আপিল শুনানি রবিবার

প্রকাশিত: ০১:০০, ১৯ অক্টোবর ২০১৭

ভারতীয় তিন টিভির সম্প্রচার বন্ধে আপিল শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, জলসা ও জি বাংলার সম্প্রচার বন্ধে করা রিট খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী ২২ অক্টোবর (রোববার)। ভারপ্রাপ্ত প্রধান বিচারাপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তালিকা দেয়া রয়েছে। ভারতীয় এ তিনটি টিভি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধে আপিল আবেদনের উপর এর আগে ‘নো অর্ডার’ দেন চেম্বারজজ আদালত। ওইদিন আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া বলেন, আদালত রায়ে আমাদেরকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন। আমরা রায়ের কপি হাতে পাওয়ার পর সেই আবেদন করব। গত সোমবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল।
×