ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরের উত্তরা গণভবনে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২২:৩১, ১৮ অক্টোবর ২০১৭

নাটোরের উত্তরা গণভবনে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের উত্তরা গণভবনে ঝড়ে পড়া এবং মরা গাছের পরিবর্তে শতবছরের তাজা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭১ পরিষদ নামের একটি সংগঠন আজ বুধবার বেলা ১২টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ৭১ পরিষদ সংগঠনের আহবায়ক কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার, গবেষক খালিদ বিন জালাল বাচ্চু, ৭১ পরিষদ সংগঠনের সদস্য আলী আকমল বাপ্পীসহ অন্যান্যেরা। এসময় বক্তারা বলেন, উত্তরাগণভবনে ঝড়ে পড়া এবং মরা গাছের নামে গণপুর্তর নির্বাহী প্রকৌশলীর যোগসাজসে সংশ্লিষ্ট ঠিকাদার শতবর্ষী ১৫টি গাছ কর্তন করেছে। অথচ জেলা প্রশাসন রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঠিটদের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে গনপুর্তর নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে, গণস্বাক্ষর, অনশন এবং জনস্বার্থে মামলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। অপরদিকে, উত্তরা গণভবনে গাছ কাটার বিষয়ে ৫সদস্য বিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলামকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, সদর সহকারী কমিশনার ভূমি শামিম ভুইয়া, নেজারত ডেপুটি কালেকক্টরের (এনডিসি)অনিন্দ মন্ডল অর্ন্তভুক্ত হয়েছেন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
×