ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনার দাবিতে নাটোর সুগার মিলে বিক্ষোভ

প্রকাশিত: ২২:২৫, ১৮ অক্টোবর ২০১৭

জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনার দাবিতে নাটোর সুগার মিলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে নাটোরে দুটি সুগার মিলে বিক্ষোভ সমাবেশ করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার সকালে নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে সুগার মিল গেটে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুল জলিল পান্নাসহ বিভিন্ন শ্রমিক কর্মচারীরা। অপর দিকে একই কর্মসূচী পালন করেছে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরাও। এ সময় বক্তারা বলেন, শ্রমিক-র্কমচারীদের জন্য ২০১৫ সালে জাতীয় মজুরি কমিশন দেওয়ার সুপারিশ করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। যার কারনে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অবিলম্বে জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয় তারা।
×