ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ দালালের কারাদন্ড

প্রকাশিত: ০২:৫৫, ১৭ অক্টোবর ২০১৭

২০ দালালের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে ২০ দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় সেখানকার ৭টি অবৈধ দোকান উচ্ছেদ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ৬ মাসের দন্ডিতরা হচ্ছেন, মো. খোকন, হেলাল, আনিক ও সোহাগ শিকদার। ৩ মাসের দন্ডিতরা হচ্ছেন, মাসুম হোসেন হাওলাদার, জীবন শিকদার, রুবেল হোসেন, মনা , আরিফ হোসেন,মামুন, জসীম গাজী, তুহিন মিয়া,ও সুমন মন্ডল। ২ মাসের দন্ডিতরা হচ্ছেন, আমজাদ হোসেন, নুর মোহাম্মদ নান্নু , আয়নাল হক ও মিনারা বেগম। ১ মাসের দন্ডিতরা হচ্ছেন, মহসিন মিয়া, দারগা আলি ও সোলায়মান সরকার। নির্বাহি ম্যাজিষ্ট্রেট জানান, দন্ডিতরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট গ্রাহকদের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বাড়তি টাকা আদায় করছিল। স্বল্প সময়ে পাসপোর্ট তৈরি করে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়তি অর্থ আদায় করতো। অভিযানকালে বেশ কয়েকটি ফটোকপি মেশিন জব্দ করা হয়।
×