ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কেশবপুরে নানামুখী কার্যক্রম

প্রকাশিত: ২২:১৩, ১৭ অক্টোবর ২০১৭

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কেশবপুরে নানামুখী কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর উপজেলার প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুল শিক্ষার মান উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তরুন এই শিক্ষানুরাগি নিজ প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়ালেখা, স্বাস্থ্য ও মানষিক উন্নয়নের শিক্ষা দেয়ার ব্যবস্থা গ্রহন করে বেশ সুনাম অর্জন করেছেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ের সভাপতি হয়ে কোমলমতি শিশুদের আদর, যতœ আর ভালবাসা দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় অন্যান্য ভূমিকা পালন করায় শুধু নিজের বিদ্যালয়ে নয় কেশবপুর উপজেলা, যশোর জেলা, খুলনা বিভাগে মডেল সভাপতি হিসেবে বিবেচিত হয়েছেন। সাথে সাথে অভিভাবকসহ সর্বস্তরের মানুষেরও নজর কেড়েছেন। কেশবপুরের প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারুনার রশীদ বুলবুল প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ২০১৩ সালে সভাপতির দায়িত্ব পান। দায়িত্ব নিয়ে তিনি বিদ্যালয়টিতে নিয়মিত মা ও অভিভাবক সমাবেশ শুরু করেন। প্রাথমিক সমাপনি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য তিনি অবসর প্রাপ্ত প্যারা শিক্ষক দ্বারা রাত্রিকালিন কোচিং চালু করেন, চার মাস সমপনি পরীক্ষার্থীদের বিদ্যালয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ ধরে রাখার জন্য সন্ধ্যার পর প্রতিটা ছাত্রছাত্রিদের বাড়ি বাড়ি গিয়ে লেখাপড়ার মনিটরিং করেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রতি বছর ২০ জন অভিভাবকে শ্রেষ্ঠ অভিভাবকের পুরুষ্কার দেওয়া ব্যবস্থা চালু করেন। বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান খুব আড়ম্বরের পালন করে আসছেন। যেটা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় প্রতি ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারি শিক্ষর্থীদের পুরুষ্কারের ব্যবস্থা করেন। বিদ্যালয় মিড-ডে মিল চালু করেন। স্বাস্থ্যসম্মত টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষায় হাত পায়ের নখ ও নিয়মিত চুল কাটা, নিয়মিত দাঁত পরিষ্কারের জন্য ব্রাশ ও পেষ্ট দেওয়া, হাত ধোয়া শেখানো, ফুলের বাগান তৈরী করা, বিদ্যালয় খেলার সরঞ্জাম দোলনা, স্লিপার ব্যালান্স স্থাপন, বৃক্ষ রোপন, সবজি বাগান স্থাপন করেছেন। বিদ্যালয়ে সততা দোকান চালু করেছেন। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে তিনি নানামুখী কার্যক্রম পরিচালনা করে অনন্য ভূমিকা রেখে চলেছেন। প্রাথমিক শিক্ষার সাথে ভিন্নধর্মী নানামুখী কার্যক্রমের জন্য বিদ্যালয়ের সভাপতি হারুনার রশিদ বুলবুল জাতীয় প্রাথমিক শিক্ষা উপলক্ষে তিন বার উপজেলা, তিন বার জেলা এবং দুই বার বিভাগীয় শ্রেষ্ঠ এস এম সি সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হবার জন্যও তাঁকে ডাকা হয়েছে।
×