ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ব্লু হোয়েল গেম খেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশিত: ২২:১৩, ১৭ অক্টোবর ২০১৭

মাদারীপুরে ব্লু হোয়েল গেম খেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে মরণ নেশা ব্লু হোয়েল গেম খেলে স্বপ্ন মালো (১৩) নামের ৮ম শ্রেণির এক ছাত্র অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সে রাজৈর উপজেলার কুটিবাড়ি এলাকার মানিক মালোর ছেলে এবং রাজৈর কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েদের নিয়ে আতংকিত হয়ে পড়েছেন। অনেকে ব্লু হোয়েল গেম বাংলাদেশে স্থায়ীভাবে বন্ধের দাবী করেছেন। পারিবারিক ও হাসপাতাল সূত্র জানা গেছে, এক সপ্তাহ আগে ইন্টারনেট থেকে ‘ব্লু হোয়েল’ গেম ডাউনলোড করে স্বপ্ন মালো। এরপর শর্ত অনুযায়ী হাতে তিমি মাছ একে ৬টি ধাপ অতিক্রম করে। পরে রাতের আঁধারে মোমবাতি হাতে নিয়ে বাড়ির ছাদে যেতে বলা হয় ওই শিক্ষার্থীকে। এরই মধ্যে ফেসবুকে ‘ব্লু হোয়েল’ গেম খেললে মানুষ মারা যায় এমন একটি খবর লিংকে দেখে পড়ে বিষয়টি সম্পর্কে সচেতন হয় ওই শিক্ষার্থী। এরপর তাঁকে সুঁচ দিয়ে হাতে একশ’ ছিদ্র করে রক্তাক্ত শরীরের ছবি পাঠাতে বলা হলে স্বপ্ন ভয় পায়। সে নিজেকে বাঁচাতে মোবাইল ফোন ভেঙ্গে ফেলে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন রাতেই তাকে টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে মানসিকভাবে ভেঙ্গে পড়ায় ওই শিক্ষার্থীকে পর্যাপ্ত চিকিৎসার পাশাপাশি কাউন্সিলিং করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।
×