ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ইউপি চেয়ারম্যানসহ ৫ মাদকসেবী আটক

প্রকাশিত: ২১:০২, ১৭ অক্টোবর ২০১৭

কালকিনিতে ইউপি চেয়ারম্যানসহ ৫ মাদকসেবী আটক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ ইয়াবা সেবনের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যান কাজী সবুজসহ ৫ মাদকসেবীকে ৫পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। এ ছাড়া ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট থাকায় তাকে জরিমানা শেষে মাদারীপুর জেল হাজতে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। এবং বাকি ৪জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে ছেরে দেয়া হয়। সোমবার রাত ৯টায় তাদেরকে আটক করা হয়। পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন বলে তাকে নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয় মাদক সেবনকালে ইউপি চেয়ারম্যান কাজী সবুজ, রাজু শিংহ, শুভাস কর, সিদ্দিক মাতুব্বর ও শাহআলম বেপারী নামের ৫জনকে হাতেনাতে ৫পিস ইয়াবাসহ আটক করেন। পরে রাত ১১টায় মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রত্যেকজনকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং ইউপি চেয়ারম্যান কাজী সবুজের বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ এমদাদুল হক বলেন, তাদেরকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
×