ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুম্বলের ৪৭তম জন্মদিনে তাঁর কিছু অনন্য নজিরের খবর

প্রকাশিত: ১৯:২৫, ১৭ অক্টোবর ২০১৭

কুম্বলের ৪৭তম জন্মদিনে তাঁর কিছু অনন্য নজিরের খবর

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেটে সর্ব কালের অন্যতম সফল বোলার অনিল কুম্বলের ৪৭তম জন্মদিন আজ। ক্রিকেটকে বিদায় জানাবার পরেও কুম্বলে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন কোচ হিসাবে। কিন্তু বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে বিতর্কের জেরে চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তিনি কোচের পদ থেকে ইস্তফা দেন। অনিল কুম্বলে তাঁর কেরিয়ারে ১৩২টি টেস্ট ম্যাচে ৬১৯টি উইকেট পেয়েছেন। সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ বোলার। অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেটকে অনেক স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন। ২০০২-এ অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাঙা চোয়াল নিয়ে তাঁর বোলিং, আজও ভারতীয় ক্রিকেটের রূপকথায় রয়েছে। ১৯৯৯তে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়ে অনন্য এক নজির গড়েছিলেন অনিল। একমাত্র ইংল্যান্ডের জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যানচেস্টারে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন। ২০০৭-এ লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর কেরিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন। ২০০৮-এ বহু বিতর্কিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পার্থ টেস্টে ঐতিহাসিক যে জয় ভারতীয় দল পেয়েছিল, তার অধিনায়ক ছিলেন কুম্বলে। যে দিল্লিতে ১০টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। সেই ফিরোজ শাহ কোটলার মাঠেই ২০১২ সালে জীবনের শেষ টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে ১৮ বছরের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানান। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×