ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ॥ ভারত-পাকিস্তান ম্যাচ চান ওয়াকার

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ অক্টোবর ২০১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপ ॥ ভারত-পাকিস্তান ম্যাচ চান ওয়াকার

অনলাইন ডেস্ক ॥ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে না খেললে আ্ন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রস্তাবিত টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থহীন মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। আইসিসি কর্তৃক টেস্ট চ্যাম্পিয়নশিপের সিদ্ধান্ত হওয়ার পরক্ষণেই গালফ নিউজকে ইউনিস বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ খুবই ভালো একটি ধারণা। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার খেলা না হওয়ার বিষয়টি তাদের শক্তভাবে চিন্তা করা উচিত ছিলো। এই দুই দেশ একে অপরের বিপক্ষে না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সহায়ক হবে না।’ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ অবশ্যই হতে হবে মনে করা ইউনিস বলেন, ‘এই দুই দেশ একে অপরের বিপক্ষে না খেললে এটাকে আপনি প্রকৃত টেস্ট চ্যাম্পিয়নশিপ বলতে পারেন না। এরা দুটিই শীর্ষ দল। সুতরাং, এ দুটি দল একে অপরের বিপক্ষে না খেললে আপনি কিভাবে চ্যাম্পিয়ন-রানার্স আপ বিচার করবেন।’ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ভারতের অস্বীকৃতি সম্পর্কে ইউনিস বলেন, ‘ভারত যদি সত্যিই পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয় তবে সেটা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া কিংবা যে কোন স্থানেই খেলতে পারে।’
×