ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০০:০৩, ১৫ অক্টোবর ২০১৭

শেরপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ এক পরিবারের ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার বিকেলে জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার । দন্ডিতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের মৃত রমেজ উদ্দিনের ছেলে ইমান আলী (৫০) , তার ছোট ভাই হোসাইন মিয়া (৪৪) ও হোসাইনের স্ত্রী আজেদা খাতুন (৩৮)। একই মামলায় আদালত একই এলাকার ফরহাদ আলীর ছেলে এমরান (৩০) ও মৃত ওমর আলীর ছেলে হাবিবুল্লাহ (৬৫) কে ১০ বছর করে এবং স্থানীয় জমর উদ্দিনের ছেলে ফেরদৌস (৪০) কে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। এদের মধ্যে আজেদা খাতুন পলাতক রয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার অপর ৫ আসামীকে বেকুসুল খালাসের আদেশ দেন । জানা যায়, ২০১৪ সালের ৪ এপ্রিল বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের মৃত রমেজ উদ্দিনের ছেলে ইমান আলী (৫০) ও তাদের লোকজন স্থানীয় কৃষক মফিল উদ্দিনের বসত বাড়িতে দেশীয় অস্ত্র-সশ্র নিয়ে হামলা চালায়। তাদের বাধা দিতে গিয়ে মফিল উদ্দিন, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে নূরজাহান গুরতর আহত হয়। ওই দিনই মফিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ইমান আলীসহ ১১ জনকে আসামী করে শ্রীবরদী থানায় মারপিটে গুরতর জখম ও ভাংচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ২ দিন পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাসেল মিয়া মারা গেলে মামলাটি হত্যা মামলায় রুপ নেয়। পরবর্তীতে একই বছরের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার এজাহারনামীয় সকল আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। বিচারিক আদালতে বাদী,চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
×