ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৩:৫০, ১৫ অক্টোবর ২০১৭

চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীসহ ওষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রণয়নসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা শহরের ডিবি রোডে রোববার এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। ফারিয়া সদর উপজেলা শাখার আহবায়ক ফিরোজ আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফারিয়া জেলা শাখার উপদেষ্টা মো: ফুয়াদ আরমান, বোনারপাড়া শাখার আকতারুজ্জামান, সাদুল্যাপুর ফারিয়া শাখার সভাপতি রওশন আলম প্রমুখ। দাবিগুলো হচ্ছে সুনির্ষ্টি নীতিমালা, বেতন বৈষম্য দুর করা, কাজের সময়সীমা নিদ্ধারণ, সরকারি ছুটিসহ সকল ছুটি ভোগ করা ও নোটিশ ছাড়া চাকুরী চ্যুত না করা। বক্তারা, কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীসহ ওষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের ‘সুনির্দিষ্ট নীতিমালা’ প্রণয়ন করার দাবি জানান।
×